যদি না জেনে থাকেন, তবে নিশ্চিত চমকাইবেন !! [ না চমকাইলে.........:) ]
সালাম ও শুভেচ্ছা দিয়ে টিউন শুরু করছি ।
আরেকটা চমক দিতে টিউন শুরু করলাম ।
আপনি যদি এটা না জানেন, তবে 100% sure চমকাইবেন ।
কি ?? তাহলে শুরু করি...
আপনি কি জানেন আপনি মুখ দিয়ে যা বলবেন আপনার পিসি তাই লিখবে, কোন সফটওয়্যার ছাড়াই ???
Windows 7, 8 এর জন্যঃ
প্রথমে Control Panel-এ ঢুকুন । এরপর Speech Recognition-এ ক্লিক করুন ।
এরপর Start Speech Recognition-এ ক্লিক করুন ।
এরপর এমন একটা বার আসবে...
যদি Off থাকে, On করে নিন...
Windows XP এর জন্য
Control Panel -এ ঢুকে, Region & Language-এ ক্লিক করুন ।
এরপর একটা নতুন Window আসবে । সেখান থেকে, Language Tab-এ ক্লিক করুন ।
এরপর ক্লিক করুন Details -এ ।
নিচে Language Bar - এ ক্লিক করুন । প্রথম আর দ্বিতীয়টাতে টিক দিন । OK করুন ।
এবার Advanced Tab-এ ক্লিক করে দুইটাই টিক তুলে দিন । OK করুন ।
এবার দেখুন Taskbar-এ Microphone এসেছে ।
কথা বলুন, আর মজা দেখুন ...
কি বলেছিলাম না চমকাইবেন !!!
কেমন লাগলো একটা কমেন্ট করবেন । ধন্যবাদ ...
Comments
Post a Comment