Posts

Showing posts from September, 2013

পিসি চলবে এবার রকেটের গতিতে-The PC will run at rocket speed

Image
আজ আপনাদেরকে ছোট একটি সফটওয়্যার উপহার দিবো ( সফটওয়ারটি আগে ইউজ করছেন কি না জানিনা? না করে থাকলে এখন থেকে করতে শুরু করুন ) যেটার নির্মাতা স্বয়ং মাইক্রোসফট কোম্পানি। সফটওয়ারটি উইন্ডোজের উপযোগী করেই তৈরি করা হয়েছে। খুব সহজে এবং সবচেয়ে কম সময়ে স্কেন করে আপনার পিসিকে রকেটের গতি এনে দিতে পারবেন। সফটওয়ারটি ডাউনলোড করে নিন  এখানে ক্লিক  করে, তারপর ইন্সটল করে ফেলুন। এবার দেখুন কিভাবে ইউজ করবেন>>> প্রথমে সফটওয়ারটি ওপেন করুন, নিচের মত দেখবেন....................................... এবার আপনি উপরে যে অপশনগুলো দেখতেছেন, মানে  internet explore cache ,  internet explore cookies  ইত্যাদি ইত্তদি যা দেখতেছেন সবগুলোতে টিক মার্ক দিয়ে দিন, তারপর  start smart cleaning process  এ ক্লিক করুন, একটি ম্যাসেজ আসবে  yes  এ ক্লিক করুন, এবার দেখবেন সবগুলো ফাইলকে ক্লিন করা শুরু হয়ে গেছে এবং ১০০% পার্সেনট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, নিচে দেখুন............ এবার দেখুন আপনার পিসি আগের চেয়ে অনেক গুন স্পিডি হয়ে গেছে। তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হ

কম্পিউটার হ্যাং নিয়ে বিড়ম্বনার দিন শেষ-The days of embarrassment with computer hangs are over

Image
কম্পিউটারে হ্যাং নিয়ে বিরক্তির মধ্যে থাকেন না এমন মানুষ বোধহয় খুব কমই আছে বর্তমান সময়ে।আসলে হ্যাং হচ্ছে কম্পিউটারের এমন একটি সমস্যা যা আপনার পিসির চলমান কার্য প্রকৃয়ার ব্যাঘাত ঘটায়। আসলে কম্পিউটার হ্যাং কি ? হ্যাং মূলত যখন হয়ে থাকে তখন পিসিতে চলমান কাজগুলো থেমে যায়। এক পর্যায়ে মনিটরে আমরা একটি মাত্র ছবি যা ক্যাপচার এর মত ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পিসি তখন কোন কমান্ড এর রেসপনস্ করেনা। যদি পুনরায় আমরা পিসিকে কোন কমান্ড করি তখন দেখা যায় মনিটরে হালকা সাদা রং এর ফ্লাসের মতো দেখায়। এক পর্যায়ে পিসি তাকে কামন্ড কৃত সকল কাজগুলো করা বন্ধ করে দেয়। এভাবে চলতে থাকে। কখনো কিছু সময় পরে হ্যাং চলে যায়, আমরা তখন মনিটরে আমাদের সকল কমান্ড গুলোর রেজাল্ট দেখতে পাই। আবার কখনো কখনো হ্যাং পিসিকে রিস্টার্ট দেওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকে। মোটকথা, হ্যাং হলো পিসির অস্বাভাবিক অবস্থা যা পিসির স্বাভাবিক অবস্থার বিপরীত চিত্র প্রদর্শন করে থাকে। হ্যাং কেন হয় ? হ্যাং এমন একটি সমস্যা যা যেকোন মূহুর্তেই হতে পারে। বিশেষ করে যখন রেমের উপর ভীষন চাপ পরে ঠিক তখনি এটি হয়ে থাকে। হ্যাং মূলত একাধিক

আপনার WINDOWS 7 এ ওয়েবক্যাম পাচ্ছেনা সমস্যা সমাধান করে নিন খুব সহজে 1MB soft

Image
যারা   উইন্ডোজ  7  উইস   করেন   তাদের   ১   তা   সমস্যা   হল   ল্যাপটপ   এ   ওয়েবক্যাম   পায়   না   অথচ   ওয়েব   এ   ঠিকই   পায়   জাদের   এই   সমস্যা   আছে   তারা   এখন   থেকে   খুব   সহজে   আপনার   ওয়েবক্যাম   ব্যবহার   করতে   পারবেন   চলু   কথা   না   বারিয়ে   কাজে   যাই   প্রথমে   এখান   থেকে   ছোট্ট   সফটওয়্যার   তা   ডাউনলোড   করে   নিন   মাত্র   ১   এমবি   । DOWNLOAD এবার extract করে ভিতরে ২ টা ফাইল পাবেন debutsetup আর debut converter এখান থেকে ebutsetup ফাইল টা সেটআপ দিন   এবার স্ক্রীন শট দেখে আপনার ইচ্ছামত সব কিছু ঠিক করে নিন । আর debut converter দারা আপনি ফাইল বিভিন্ন Format এ convert করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রীন শট টি তে ১ / ২ / ৩ / এভাবে তীর চিনহ দারা বিভিন্ন জায়গা চিনহিত করেছি এবার আমি চিনহিত জায়গা গুলু সম্পর্কে বিস্তারিত বলব ১ নং চিনহিত জায়গায় ক্লিক করলে আপনার ওয়েবক্যাম এর ভিডিও দেখাবে । ২   নং এ ক্লিক করলে আপনার স্ক্রীন দেখাবে ৩   নং এ ক্লিক করলে আপনি

কম্পিউটার থেকে চোখ রক্ষা করুন

Image
সফটওয়্যার টির নাম F.lux, যার সাথে আমরা সবাই পরিচিত, তবে যাদের পরিচয় নেই তাদের করিয়ে দিই। আর এই টিউনের বৈশিষ্ট্য হচ্ছে, আমি একটি নয়, দুইটি একই রকম সফট সম্পর্কে আলোচনা করব। ২য় টি তাদের জন্য যারা লিনাক্স/উবুন্টু ব্যবহার করেন। যেভাবে কাজ করেঃ  আগে এটাই জেনে নেয়া যাক। এক কাজ করুন। আপনার কম্পিউটারের ব্রাইটনেস/কন্ট্রাস্ট কমিয়ে দিন। দেখবেন, আগের চেয়ে বেশি আরাম লাগে। কিন্তু স্ক্রিন অন্ধকার হবে, অন্ধকারও চোখের জন্য সমস্যা। এই সফটওয়্যার গুলো ব্রাইটনেস কমায় না, কিন্তু কালার তাপমাত্রা (Temparature) নিয়ন্ত্রন করে। দিনের বেলা এরা আপনার কম্পুর আলো সূর্যের সাথে সামঞ্জস্য করে দেয়। ফলে আপনার চোখে অতিরিক্ত চাপ অনেকাংশে কমে যায়, এটি হল Temparature Cooling আবার রাতের বেলা এরা Temparature Warming করে কম্পুর আলো একটা সামঞ্জস্য পর্যায়ে আনে। এটি আপয়ানার চোখের জন্য খুবই আরামদায়ক। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, রাতের বেলা আপনি অনায়াসে কম্পিউটারে কাজ করতে পারবেন অন্ধকারেও এবং চোখ দিয়ে পানি পড়া, ব্যথা সব বন্ধ হয়ে যাবে। আসুন, মূল বিষয়ে আসা যাক। F.Lux:  Homepage এটি খুবই সুন্দর একটি সফটওয়