Posts

Showing posts from January, 2016

সকল জনপ্রিয় সাইট থেকে ভিডিও ডাউনলোড করুন আগের থেকে আরো সহজ ও ঝামেলাহীন ভাবে

Image
Youtube, Facebook থেকে বিভিন্ন ভিডিও ডাউনলোড আমাদের করতেই হয়।আর এসব কাজে আমরা সাধারণত Tubemate বা Vidmate নামক অ্যাপ ব্যবহার করে থাকি।তবে এসব অ্যাপে কিছু সীমাবদ্ধতা রয়েছে; যেমন Tubemate এ স্পিড অনেক ভালো হলেও HD Download করতে দামী সেট হতে হয়  tongue emoticon  আবার অডিও ডাউনল োড করতে গেলে নতুন আরেকটা অ্যাপ প্রয়োজন হয়।আবার ডাউনলোড শেষে Merging হওয়া লাগে আবার। মোটকথা আগে সবচেয়ে প্রিয় এই Tubemate কে এখন বাজে লাগে  frown emoticon  Vidmate বেশ ভাল এবং বিভিন্ন ফিচার নিয়ে বেশ সমৃদ্ধ তবে Vidmate এর ডাউনলোড স্পিড তুলনামূলক ভাবে কম!তাই আজ আপনাদের জন্য এমন এক অ্যাপ নিয়ে এলাম যেটিকে Tubemate+Vidmate এর মিশেল ও বলতে পারেন Tubemate এর মত স্পিড আর Vidmate এর মত বিভিন্ন সাইট থেকে ভিডিও+অডিও ডাউনলোড করার সুবিধা।আর মার্জিন হওয়ার ও কোন ঝামেলা নেই।সব মিলিয়ে বর্তমানে এই অ্যাপ টি ঈ সবার আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে।ব্যক্তিগত ভাবে আমারো বেশ ভালোলেগেছে অ্যাপটি।হোপ আপিনাদের ও ভালোলাগবে। . অ্যাপের নাম:Snaptube সাইজ:৪ এম্বি

বন্ধুদের মাঝে হঠাৎ রাষ্ট্রপতি,Suddenly the president with friends

Image
কী মোহাম্মদ আলী, কেমন আছিস দোস্ত?’, ‘আরে নাসির, খবর কি বন্ধু? মরু কোথায় আছে রে, তাকে দেখছি না?’ কথাগুলো রাষ্ট্রপতি আবদুল হামিদের। পূর্বঘোষিত কোনো কর্মসূচি ও আনুষ্ঠানিকতা ছাড়াই হঠাৎ করে আজ সোমবার কিশোরগঞ্জ আদালতপাড়ায় হাজির হন রাষ্ট্রপতি। এ সময় তিনি দীর্ঘদিনের কর্মস্থলের ফেলে যাওয়া বন্ধু ও সতীর্থদের খোঁজ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কথা বলেন। কর্মব্যস্ত আদালতপাড়ায় হুট করে রাষ্ট্রপতিকে দেখে আইনজীবীসহ সবাই হতবাক হয়ে যান। শুধু কি তাই, এর আগে দুদিনের সফর শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ দুপুর পৌনে ২টার দিকে কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকার বাসভবন থেকে বের হন। কিন্তু তিনি হেলিপ্যাডের উদ্দেশে অপেক্ষমাণ গাড়িতে না উঠে সামনের দিকে হাঁটা শুরু করেন। তাঁর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যরা প্রথমে হতভম্ব হলেও দ্রুত সামলে নিয়ে রাষ্ট্রপতির পিছু নেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বাসার পাশের প্রেসক্লাবের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। সামনের চত্বর পেরিয়ে তিনি মূল ভবনের সামনে উপস্থিত হন। কিন্তু সে সময় কোনো সংবাদকর্মী না থাকায় প্রতিষ্ঠানের পিয়নের দায়িত্ব পালনকারী হাফিজুর রহমান রাষ্ট্রপতির সামনে এসে সালাম

এবার এক ক্লিক এ ডিলেট করুন আপনার কম্পিউটার এর Junk files

Image
আশাতো করছি ভালোই আছেন। আজকে ঠান্ডাটা একটু বেশি লাগছে। তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম না। ভাবলাম কিছু লিখি। কিন্তু কি যে লিখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। হটাৎিএকটি সফটওয়ার এর কথা মনে পড়ে গেলো তাই আপনাদের সাথে সেয়ার করলাম। নানান সফটওয়ার ইনস্টল করার করনে আমাদের কম্পিউটার এ নানান ধরনের junk files জমা হয়ে থাকে। এগুলো ডিলেট না করলে কম্পিউটার স্লাে হয়ে যায়। আবার ইন্টারনেট চালালেও অনেক ধরনের খারাপ junk files জমা হয়ে যায়। তাই এগুলো ডিলেট করা খুবই দরকারী। ডিলেট না করলে এটা কম্পিউটার এর রেম এর স্পিড কমিয়ে দেয়। আপনারা এতদিন হয়তো কম্পিউটার এর স্টার্ট মেনুতে গিয়ে Run এ ক্লিক করে Temp, prefetch, %temp%, tree লিকে junk files গুলো ডিলেট করেছেন। আর আপনাদের এতো কষ্ট করতে হবে না।অাজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সফটওয়ার এর মাধ্যমে এই সবগুলো junk files  ডিলেট করবেন। প্রথমেই বলে নেই এটি আপনাদের ইনস্টল করতে হবে না। নিচের লিংক থেকে এটি ডাওনলোড করে নিন। Download এখন আপনার কাজ হলো সফটওয়ারটি ডাওনলোড করে আপনার কম্পিউটার এর ডেক্সটপ এ রাখবেন। এবং যখনি আপনি junk files ডিলেট করতে চাইবেন। তখন শুধু ঔ সফ