Posts

Showing posts from February, 2014

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের ৫ ধরনের পদ্ধতি-5 ways to download videos from YouTube

Image
  অনলাইনে বিনামূল্যে ভিডিও দেখা যায় অনেকদিন আগে থেকেই।   Youtube   বা Metacafe এর মত এখন এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও দেখতে পাবেন। এধরনের সাইটগুলির মধ্যে Youtube সবচাইতে জনপ্রিয় , কিন্তু এখানে একটি অসুবিধা হল আপনি যদি পছন্দের ভিডিওগুলি যদি আপনি আপনার কম্পিউটারে সংরক্ষন করতে চান তবে সরাসরি ডাউনলোড করার কোন অপশন পাবেন না। তবে ডাউনলোড করা যাবে না এমনটি না , ডাউনলোড করার এমনই কিছু পদ্ধতির কথা আলোচনা করছি এখানে। ১. এক ক্লিক এ শুরু হবে ডাউনলোড KeepVid.com   একটি ওয়েব বেজড ভিডিও ডাউনলোড ম্যানেজার । হয়তো আপনি এমন একটি কম্পিউটার ব্যবহার করছেন যেখানে আপনার সফটওয়্যার ইনস্টলের অনুমতি নেই। কখনও এমন হয় যে আপনার নতুন সফটওয়্যার ইনস্টলের মত সময় বা ইচ্ছা নেই সেক্ষেত্রে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে এটি আপনার কাজে লাগতে পারে। এটি ব্যবহার করে ডাউনলোড করাও অনেক সহজ। যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটিও URL ( সাইটির ঠিকানা) এখানকার খালি জায়গাটিতে পেস্ট করে দিন এবার Dawnload বাটনটিতে ক্লিক করলেই একটি লিংক দেখা যাবে যেটি দিয়ে আপনি ভিডিওটি . flv ফরম্যাটে বা কোন কোন ক্ষেত্রে