Posts

Showing posts from September, 2020

আকাশের জন্য-For the Sky

Image
  আকাশের জন্য কয়েক দিন থেকে আকাশের জন্য খুব মন কেমন করছে হৃদয় নিংড়ে নেওয়া বৃষ্টি অনেকদিন ধরে নিঃশেষ করে দিচ্ছে অনুভূতি অঝোর ধারে বয়ে যাচ্ছে স্মৃতি, সুখ, আনন্দের মুহূর্ত অথচ আমি তো বৃষ্টিই চেয়েছিলাম। দারুন গ্রীষ্মে ভেতরটা তখন শুকিয়ে কাঠ মন ফুঁড়ে উঠে আসছে আর্তি, কান্নার মত আঠালো, দু গাল বেয়ে নামছে দুঃখের ধারা, কষ্টের ব্যথাকে সঙ্গী করে বিদ্রোহী চেতনা ঢেকে দিচ্ছে উন্মুক্ত শৈশব। শুষ্কতা ঢেকেছে অন্তর আমার অন্তরালে থাকা স্নেহ চাপা রয়ে গেছে এতদিন আজ বড় কম দিন নয় প্রলেপ কি দিতে পারে উদ্ধত রাগ ! তবু আজ মন ভারী লাগছে আবার এতদিন পর বৃষ্টিকে দোষী লাগছে কি ? না হলেও হতে পারে, উন্মাদ মন - মেঘ সরিয়ে আবার আকাশকে দেখতে ইচ্ছে করছে। 1 স্বপ্নহীন ফারুক Seen by 1 Like Comment Share

সফলতা বা ব্যর্থতা-Success or failure

Image
  সফলতা বা ব্যর্থতা “ একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে , তারচেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গীর ওপর নির্ভর করে । যারা সফল হয় , তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মত আচরণ করে । এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিনত হয় । আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন , তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে । এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গীর সুফল দেখে অবাক হয়ে যাবেন ”