Posts

Showing posts from April, 2017

আকাশের জন্য-For the sky

Image
               আকাশের জন্য কয়েক দিন থেকে   আকাশের জন্য খুব মন কেমন করছে হৃদয় নিংড়ে নেওয়া   বৃষ্টি অনেকদিন ধরে নিঃশেষ করে দিচ্ছে অনুভূতি অঝোর ধারে বয়ে যাচ্ছে স্মৃতি , সুখ , আনন্দের মুহূর্ত অথচ আমি তো বৃষ্টিই চেয়েছিলাম। দারুন গ্রীষ্মে ভেতরটা তখন শুকিয়ে কাঠ মন ফুঁড়ে উঠে আসছে আর্তি , কান্নার মত আঠালো , দু গাল বেয়ে নামছে দুঃখের ধারা , কষ্টের ব্যথাকে সঙ্গী করে বিদ্রোহী চেতনা ঢেকে দিচ্ছে উন্মুক্ত শৈশব। শুষ্কতা ঢেকেছে অন্তর আমার অন্তরালে থাকা স্নেহ চাপা   রয়ে গেছে এতদিন আজ বড় কম দিন নয় প্রলেপ কি দিতে পারে উদ্ধত রাগ ! তবু আজ মন ভারী লাগছে আবার এতদিন পর   বৃষ্টিকে দোষী লাগছে কি ? না হলেও হতে পারে , উন্মাদ মন - মেঘ সরিয়ে আবার আকাশকে   দেখতে ইচ্ছে করছে।

মরুভূমির কাপন -Vibration of desert

Image
                       মরুভূমির কাপন  মরুভূমির কাপন দেখেছি, দেখেছি রুক্ষতার আনন্দ। তোমাকে আমি হঠাৎ পেয়েছি, হারিয়েছি সব ছন্দ। তপ্ত বালুতে ফুটতে দেখেছি রক্ত রঙ্গিন ফুল। হঠাৎ হাওয়ায় উড়তে দেখেছি, তোমার খোলা চুল! ভাঙ্গল আমার ভুল! বৈরাগ্যকে ভালবেসেছি ভালোবেসেছি তোমাকে, তোমাকে আমার সবই দিয়েছি, ভালবাসার এক ফাকে ।।