সফটওয়্যার টির নাম F.lux, যার সাথে আমরা সবাই পরিচিত, তবে যাদের পরিচয় নেই তাদের করিয়ে দিই। আর এই টিউনের বৈশিষ্ট্য হচ্ছে, আমি একটি নয়, দুইটি একই রকম সফট সম্পর্কে আলোচনা করব। ২য় টি তাদের জন্য যারা লিনাক্স/উবুন্টু ব্যবহার করেন। যেভাবে কাজ করেঃ আগে এটাই জেনে নেয়া যাক। এক কাজ করুন। আপনার কম্পিউটারের ব্রাইটনেস/কন্ট্রাস্ট কমিয়ে দিন। দেখবেন, আগের চেয়ে বেশি আরাম লাগে। কিন্তু স্ক্রিন অন্ধকার হবে, অন্ধকারও চোখের জন্য সমস্যা। এই সফটওয়্যার গুলো ব্রাইটনেস কমায় না, কিন্তু কালার তাপমাত্রা (Temparature) নিয়ন্ত্রন করে। দিনের বেলা এরা আপনার কম্পুর আলো সূর্যের সাথে সামঞ্জস্য করে দেয়। ফলে আপনার চোখে অতিরিক্ত চাপ অনেকাংশে কমে যায়, এটি হল Temparature Cooling আবার রাতের বেলা এরা Temparature Warming করে কম্পুর আলো একটা সামঞ্জস্য পর্যায়ে আনে। এটি আপয়ানার চোখের জন্য খুবই আরামদায়ক। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, রাতের বেলা আপনি অনায়াসে কম্পিউটারে কাজ করতে পারবেন অন্ধকারেও এবং চোখ দিয়ে পানি পড়া, ব্যথা সব বন্ধ হয়ে যাবে। আসুন, মূল বিষয়ে আসা যাক। F.Lux: Homepage এটি খুবই সুন্দর এক...
Comments
Post a Comment