সকল জনপ্রিয় সাইট থেকে ভিডিও ডাউনলোড করুন আগের থেকে আরো সহজ ও ঝামেলাহীন ভাবে


Audio-Video,ভিডিও ডাউনলোড,

Youtube, Facebook থেকে বিভিন্ন ভিডিও ডাউনলোড আমাদের করতেই হয়।আর এসব কাজে আমরা সাধারণত Tubemate বা Vidmate নামক অ্যাপ ব্যবহার করে থাকি।তবে এসব অ্যাপে কিছু সীমাবদ্ধতা রয়েছে; যেমন Tubemate এ স্পিড অনেক ভালো হলেও HD Download করতে দামী সেট হতে হয় 
tongue emoticon আবার অডিও ডাউনলোড করতে গেলে নতুন আরেকটা অ্যাপ প্রয়োজন হয়।আবার ডাউনলোড শেষে Merging হওয়া লাগে আবার।

মোটকথা আগে সবচেয়ে প্রিয় এই Tubemate কে এখন বাজে লাগে frown emoticon Vidmate বেশ ভাল এবং বিভিন্ন ফিচার নিয়ে বেশ সমৃদ্ধ তবে Vidmate এর ডাউনলোড স্পিড তুলনামূলক ভাবে কম!তাই আজ আপনাদের জন্য এমন এক অ্যাপ নিয়ে এলাম যেটিকে Tubemate+Vidmate এর মিশেল ও বলতে পারেন Tubemate এর মত স্পিড আর Vidmate এর মত বিভিন্ন সাইট থেকে ভিডিও+অডিও ডাউনলোড করার সুবিধা।আর মার্জিন হওয়ার ও কোন ঝামেলা নেই।সব মিলিয়ে বর্তমানে এই অ্যাপ টি ঈ সবার আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে।ব্যক্তিগত ভাবে আমারো বেশ ভালোলেগেছে অ্যাপটি।হোপ আপিনাদের ও ভালোলাগবে।
.
অ্যাপের নাম:Snaptube
সাইজ:৪ এম্বি

Comments

Popular posts from this blog

পিসি চলবে এবার রকেটের গতিতে-The PC will run at rocket speed

কম্পিউটার থেকে চোখ রক্ষা করুন

কম্পিউটার হ্যাং নিয়ে বিড়ম্বনার দিন শেষ-The days of embarrassment with computer hangs are over