আকাশের জন্য-For the Sky

আকাশের জন্য কয়েক দিন থেকে আকাশের জন্য খুব মন কেমন করছে হৃদয় নিংড়ে নেওয়া বৃষ্টি অনেকদিন ধরে নিঃশেষ করে দিচ্ছে অনুভূতি অঝোর ধারে বয়ে যাচ্ছে স্মৃতি, সুখ, আনন্দের মুহূর্ত অথচ আমি তো বৃষ্টিই চেয়েছিলাম। দারুন গ্রীষ্মে ভেতরটা তখন শুকিয়ে কাঠ মন ফুঁড়ে উঠে আসছে আর্তি, কান্নার মত আঠালো, দু গাল বেয়ে নামছে দুঃখের ধারা, কষ্টের ব্যথাকে সঙ্গী করে বিদ্রোহী চেতনা ঢেকে দিচ্ছে উন্মুক্ত শৈশব। শুষ্কতা ঢেকেছে অন্তর আমার অন্তরালে থাকা স্নেহ চাপা রয়ে গেছে এতদিন আজ বড় কম দিন নয় প্রলেপ কি দিতে পারে উদ্ধত রাগ ! তবু আজ মন ভারী লাগছে আবার এতদিন পর বৃষ্টিকে দোষী লাগছে কি ? না হলেও হতে পারে, উন্মাদ মন - মেঘ সরিয়ে আবার আকাশকে দেখতে ইচ্ছে করছে। 1 স্বপ্নহীন ফারুক Seen by 1 Like Comment Share