নিম পাতা আমাদের কি কি কাজে লাগে

 

Lifestyle,


                                                     নিম পাতা আমাদের কি কাজে লাগে 

 নিম একটি ঔষধি গাছ যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে নিম ভাইরাস ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার

আসুন জেনে নেওয়া যাক নিমের উপকারিতাগুলো;

চুল : উজ্জ্বল, সুন্দর দৃষ্টিনন্দন চুল পেতে নিমপাতার ব্যবহার বেশ কার্যকর চুলের খুসকি দূর করতে শ্যাম্পু করার সময় নিমপাতা সিদ্ধ পানি দিয়ে চুল ম্যাসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন খুসকি দূর হয়ে যাবে চুলের জন্য নিম পাতার ব্যবহার অদ্বিতীয় সপ্তাহে দিন নিমপাতা ভালো করে বেটে চুলে লাগিয়ে ঘণ্টার মতো রাখুন এবার ঘণ্টা পর ভালো করে ধুয়ে ফেলুন দেখবেন চুল পড়া কমার সঙ্গে চুল নরম কোমল হবে

দাঁতের রোগ : দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই নিমের পাতা ছালের গুড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও

ত্বক : বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে এছাড়াও এটি ত্বকে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে ব্রণ দূর করতে নিমপাতা বেটে লাগাতে পারেন মাথার ত্বকে অনেকেরই চুলকানি ভাব হয় নিমপাতার রস মাথায় নিয়মিত লাগালে এই চুলকানি কমে নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জলতা বৃদ্ধি স্কিন টোন ঠিক হয়

কৃমিনাশক : পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায় পেট বড় হয় চেহারা ফ্যাকাশে হয়ে যায় বাচ্চাদের পেটের কৃমি নির্মূল করতে নিমের পাতার জুড়ি নেই

Comments

Popular posts from this blog

মোবাইল ফোন HANG হয়ে গেলে আপনার যা করনীয়

বন্ধুদের মাঝে হঠাৎ রাষ্ট্রপতি,Suddenly the president with friends

চুরুই পাখি -Sparrow Bird