Just say it once-শুধু একবার বলো

 


শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!

কত ভালবাসি তোমায় যদি তুমি জানতে-

কখনও দেখেছ কি ক্ষুদ্র শিশির বিন্দু?

জ্বলজ্বল করে ওঠে প্রভাত রবির কিরণে!

আমার ভালবাসা তেমনি উজ্জ্বল হে বন্ধু!

হৃদয়ের দহন কি বুঝতে পারছো না তুমি?

আমায় ছেড়ে যদি যাও, কিভাবে বাঁচব আমি?

আমার দিকে তাকিয়ে একবার বল আমায়-


Comments

Popular posts from this blog

তোমাকে ভাল লাগত -Likes you.

প্রজাপতি -Butter fly