চুরুই পাখি -Sparrow Bird

 


চুরুই পাখি তুমি কি ভেবেছ ভুলে গেছি

         না আমি ভুলি নাই

তোমার চলনার প্রতিটি শব্দ,-

প্রতিটি অক্ষর, প্রতিটি পঙতি

যত্ন করে রেখেছি সৃতির পাতায়

তবে জানোকি সেই বিষাদে

এখনও দিতে পারি নাই সুর

এলোমেলো শব্দগুলো

কোন ক্ষনে পারিব সাজাতে

আজও আমি বুজিনাই

দৃষ্টি আগে না স্বপ্ন আগে

বিশ্বাস নাকি ঘাতক সে

ব্যর্থ চেষ্টার মাঝ পথে

চোখের কোণে অশ্রুর মেলা

দ্বিধা দ্বন্দের অনু নয়ে

সে'তো স্বপ্ন নয় দুঃস্বপ্নের খেলা

Comments

Popular posts from this blog

প্রজাপতি -Butter fly