Clean the computer with one clickএক ক্লিকেই কম্পিউটার পরিষ্কার





ঢাকা: 
কম্পিউটারে কাজ করলে বিভিন্ন ধরনের অসংখ্য টেম্পোর‌্যারি (অস্থায়ী) ফাইল তৈরি হয়। কাজ শেষে এই ফাইলগুলোর কোনো প্রয়োজন থাকে না। আর বেশি পরিমাণে এসব ফাইল জমে গেলে কম্পিউটারের গতিও কমে যায়।
এজন্য অনেকেই রানে গিয়ে কমান্ড দিয়ে এ ধ


রনের ফাইল মুছে ফেলেন। অনেকেই বিভিন্ন সফটওয়্যারও ব্যবহার করেন। তবে রানে গিয়ে ফাইল মোছা অনেক সময় ও ঝক্কিঝামেলার ব্যাপার। যেমন: %Temp%, Recent, History, Temporary, Microsoft Office Recent,  Temporary,  Internet Files, system321054, prefetch, Cookies, Offline Web Pages, system32wbemLogs ইত্যাদি কমান্ড দিয়ে তারপর ডিলিট করতে হয়।

কিন্তু চাইলেই একটি মাত্র ব্যাচ ফাইল তৈরি করে এ ধরনের অপ্রয়োজনীয় সব ফাইল এক ক্লিকেই মুছে ফেলা যায়। এ জন্য নোটপ্যাডে একটি ব্যাচ ফাইল তৈরি করতে হবে। কাজটি খুব সহজেই করা সম্ভব।

নোট প্যাড ওপেন করুন। সেখানে নিচের কোডগুলো কপি-পেস্ট করুন।

@echo off
@echo.
del "C:WINDOWSTemp" /s /q
del "C:Documents and SettingsUser_NameRecent" /s /q
del "c:Documents and SettingsUser_Namelocal settingstemp" /s /q
del "c:Documents and SettingsUser_Namelocal settingshistory" /s /q
del "c:Documents and SettingsUser_Namelocal settingstemporary" /s /q
del "C:Documents and SettingsUser_NameApplication DataMicrosoftOfficeRecent" /s /q
del "C:Documents and SettingsUser_NameLocal SettingsTemporary Internet Files" /s /q
del "C:WINDOWSsystem321054" /s /q
del "c:windowsprefects" /s /q
del "C:Program FilesUninstall Information" /s /q
del "c:Documents and SettingsUser_NameCookies" /s /q
del "C:WINDOWSOffline Web Pages" /s/q
del "C:WINDOWSPrefetch" /s/q
del "C:WINDOWSsystem32wbemLogs*.log" /s/q
del "C:WINDOWS*.log" /s/q
msg %username% "Remover - By User_Name "
exit
pause
@end

একই সঙ্গে ইউজার নেমে একটি নাম লিখুন। এজন্য কম্পিউটারের  লগইন করা নামটি Documents and Settings থেকে চেক করে নিন। এবার File > Save As এ ক্লিক করুন । File Name: Clear.bat এবং Save as type : All files সিলেক্ট করুন। এখন এটি ডেস্কটপে Save করুন।

তৈরি হয়ে গেলো ব্যাচ ফাইল। এখন শুধু এর ওপর ডাবল ক্লিক করলেই নিমেষেই সব অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার হয়ে যাবে।



Comments

Popular posts from this blog

পিসি চলবে এবার রকেটের গতিতে-The PC will run at rocket speed

প্রজাপতি -Butter fly

ফেজবুকের ভিডিও ডাউনলোড করুন খুব সহজে-Download Facebook videos very easily