how to refresh PCএক ক্লিকে রিফ্রেশ করুন আপনার পিসির সকল ড্রাইভ, কোন ড্রাইভ ফোল্ডার এ না প্রবেশ করেই


আপনার হার্ডড্রাইভ এর সব ডাটা রিফ্রেশ করতে চান; তাও আবার সব ড্রাইভ ফোল্ডার এ না প্রবেশ করেই  তাহলে কেমন হবে !!সেটা সম্ভব,আপনাকে আর সব ড্রাইভ এ গিয়ে রিফ্রেশ করার প্রয়োজন হবেনা; আমি ছোট্ট একটা ট্রিক্স দিচ্ছি এটা অ্যাপ্লাই করে আপনি আপনার হার্ড ড্রাইভ এর সব ডাটা রিফ্রেশ করতে পারবেন।
নিচের টিপসটি Apply করে খুব সহজে কোন ড্রাইভ ফোল্ডার এ প্রবেশ না করেই এক ক্লিকে আপনার হার্ডড্রাইভ এর সব ডাটা রিফ্রেশ করতে পারবেন।
এই ট্রিক্সটি উইন্ডোজ এর যে কোন ভার্সন এ কাজ করবে
যে ভাবে করবেনঃ
প্রথমে নিচের কোড টি হুবুহু কপি করুন এবং নোটপ্যাড ওপেন করে পেস্ট করুন ।
Echo Off
cd/
tree
C:
tree
D:
tree
E:
tree
F:
tree
G:
tree
এরপর এটিকে refresh.bat নামে সেভ করুন। এবার সেভ করা ফাইলটিতে ডাবল ক্লিক করুন। দেখুন রিফ্রেশ হয়ে যাচ্ছে আপনার পিসির সকল ড্রাইভ। এখন refresh.bat ফাইলটি কপি করে ডেস্কটপ এ রেখে দিন এবং প্রয়োজন মত রিফ্রেশ করুন আপনার ড্রাইভগুলো। এখানে C, D, E, F, G এগুলো হল কম্পিউটার এর ড্রাইভ তবে আপনার কম্পিউটার এ যদি আরো ড্রাইভ থাকে তবে সেটি নোটপ্যাড এ যোগ করে নিন এভাবে-------->
H:
tree
I:
tree
এটি উইন্ডোজ এর সকল ভার্সন এর জন্য প্রযোজ্য। :lol:

Comments

Popular posts from this blog

পিসি চলবে এবার রকেটের গতিতে-The PC will run at rocket speed

প্রজাপতি -Butter fly

ফেজবুকের ভিডিও ডাউনলোড করুন খুব সহজে-Download Facebook videos very easily