ডাউনলোড করুন ভিডিও আপনার CROME ব্রাউজার টি দিয়ে !!!



Crome ব্রাউজার এ ইউটিউব ভিডিও ডাউনলোড করা মজিলার মত অত সহজ নয়। মজিলা তে একটি add on যোগ করলেয় ডাউনলোড বাটন  চলে আসে । কিন্তু Crome এ আরেকটা ঝামেলা যোগ করতে হয় add on/extension এর পাশাপাশি। আজকে শেয়ার করব কিভাবে গুগল ব্রাউজার দিয়া সহজে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।
প্রথমে Crome ব্রাওসার টি open করুন।
তারপর ডান পাশে tools থেকে extension এ যান।
Get more extension  ক্লিক করুন।
এবার search box এ টাইপ করুন "tempermonkey".
tempermonkey extension টি আপনার ব্রাউজার এ ইন্সটল করুন।
ইন্সটল সম্পূর্ণ হওয়ার পর এখান থেকে স্টেপঃ ৬ অনুসরণ করে Scriop ডাউনলোড করুন।
এরপর ইউটিউব ভিডিও ওপেন করলে দেখতে পাবেন একটা অতিরিক্ত ডাউনলোড বাটন আপনার ভিডিও এর সাথে যোগ হয়া গেছে। এটি দিয়া সহজে আপনি ভিডিও টি ডাউনলোড করে ফেলতে পারবেন।

Comments

Popular posts from this blog

পিসি চলবে এবার রকেটের গতিতে-The PC will run at rocket speed

কম্পিউটার থেকে চোখ রক্ষা করুন

কম্পিউটার হ্যাং নিয়ে বিড়ম্বনার দিন শেষ-The days of embarrassment with computer hangs are over