আকাশের জন্য-For the sky


               আকাশের জন্য



কয়েক দিন থেকে আকাশের জন্য খুব মন কেমন করছে
হৃদয় নিংড়ে নেওয়া বৃষ্টি অনেকদিন ধরে নিঃশেষ করে দিচ্ছে অনুভূতিঅঝোর ধারে বয়ে যাচ্ছে স্মৃতি, সুখ, আনন্দের মুহূর্তঅথচ আমি তো বৃষ্টিই চেয়েছিলাম।
দারুন গ্রীষ্মে ভেতরটা তখন শুকিয়ে কাঠমন ফুঁড়ে উঠে আসছে আর্তি, কান্নার মত আঠালো,
দু গাল বেয়ে নামছে দুঃখের ধারা, কষ্টের ব্যথাকে সঙ্গী করেবিদ্রোহী চেতনা ঢেকে দিচ্ছে উন্মুক্ত শৈশব।
শুষ্কতা ঢেকেছে অন্তর আমারঅন্তরালে থাকা স্নেহ চাপা রয়ে গেছেএতদিন আজ বড় কম দিন নয়প্রলেপ কি দিতে পারে উদ্ধত রাগ !
তবু আজ মন ভারী লাগছে আবারএতদিন পর বৃষ্টিকে দোষী লাগছে কি ?
না হলেও হতে পারে, উন্মাদ মন -মেঘ সরিয়ে আবার আকাশকে দেখতে ইচ্ছে করছে।

Comments

Popular posts from this blog

পিসি চলবে এবার রকেটের গতিতে-The PC will run at rocket speed

কম্পিউটার থেকে চোখ রক্ষা করুন

আপনার WINDOWS 7 এ ওয়েবক্যাম পাচ্ছেনা সমস্যা সমাধান করে নিন খুব সহজে 1MB soft