মরুভূমির কাপন -Vibration of desert
মরুভূমির কাপন
মরুভূমির কাপন দেখেছি,
দেখেছি রুক্ষতার আনন্দ।
তোমাকে আমি হঠাৎ পেয়েছি,
হারিয়েছি সব ছন্দ।
তপ্ত বালুতে ফুটতে দেখেছি
রক্ত রঙ্গিন ফুল।
হঠাৎ হাওয়ায় উড়তে দেখেছি,
তোমার খোলা চুল!
ভাঙ্গল আমার ভুল!
বৈরাগ্যকে ভালবেসেছি
ভালোবেসেছি তোমাকে,
তোমাকে আমার সবই দিয়েছি,
ভালবাসার এক ফাকে ।।
Comments
Post a Comment