দুধ ও মধু এক সাথে খেলে কি হ​য়

Lifestyle,

 

দুধ ও মধু এক সাথে খেলে কি হ​য়

দুধ মধু, পুষ্টিতে ভরপুর বস্তু দুটো অতিপরিচিতক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস হল দুধক্যালসিয়াম আমাদের দাঁত হাড়ের গঠনে সাহায্য করে

এছাড়া দাঁতের ক্ষয়রোধ করে দুধআর দাঁতের ক্ষয়রোধের সঙ্গে দৃষ্টিশক্তি ভালো রাখতেও দুধ অত্যন্ত কার্যকরীসারাদিনের কর্মব্যস্ততার পর ক্লান্তি দূর করতে এক গ্লাস গরম দুধ খুবই উপকারীগরম দুধ ক্লান্ত পেশি সতেজ করতে সাহায্য করেগত কয়েক মাস ধরে সবাই ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্তসেই সঙ্গে দেখা দিচ্ছে আরও নানা সমস্যাওআমাদের অজান্তেই বেড়ে গেছে স্ক্রিন-টাইমিং

সারাদিনই অফিসে  থাকার ল্যাপটপ আর মেবাইলে কাটছে বেশির ভাগ সময়এছাড়াও শপিং থেকে অফিসের কাজ ভরসা সেই ল্যাপটপযার ফলে প্রভাব পড়ছে চোখেসারাদিনের এই অতিরিক্ত চাপে ক্লান্ত হয়ে পড়ছে চোখএদিকে চাইলেই যে চিকিৎসকের কাছে যেতে পারবেন এমন নিশ্চয়তাও নেইঅতএব যত্ন আপনার নিজেকেই নিতে হবেযেমন কাজের ফাঁকে ল্যাপটপ থেকে একটু বিরতি নিনচোখ সরিয়ে রাখুনসবুজের দিকে তাকানকিংবা চোখ বন্ধ করে খানিকক্ষণ চোখের ব্যায়াম করুনএরফলে দেখবেন চোখ অনেকটা সতেজ লাগবেযারা ইতোমধ্যেই চশমাতে অভ্যস্ত তাদের পাওয়ার বেড়ে গিয়েছে অনেকখানি

এদিকে যাদের চশমা ছিল না, তাদেরও অনেক রকম সমস্যায় পড়তে হয়েছেবর্তমানে পাল্লা দিয়ে বেড়েছে মানসিক চাপওসেই প্রভাবও পড়ছে চোখেযাদের অ্যালার্জি কিংবা ড্রাই আইজের সমস্যা রয়েছে তারা কাজের ফাঁকে যেমন ঠান্ডা পানিতে চোখ ধোবেন তেমনই চোখে গরম-ঠাণ্ডা পানি দিয়ে ভাপও নেবেনএইভাবে একরকম যত্ন নিতে পারেন

এছাড়াও অবশ্যই বদল আনুন খাবারের মেনুতেপ্রতিদিন যদি কোনও একটা সময় গরম দুধে মধু মিশিয়ে খেতে পারেন তাহলে অনেক উপকার পাবেনআর্য়ুবেদ শাস্ত্রেও বলা রয়েছে দুধে মধু মিশিয়ে খাবার কথা

দুধে মধু মিশিয়ে খেলে যেসব উপকার পাবেন

ঘুম ভালো হয়

গরম দুধে মধু মিশিয়ে যদি প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে খাওয়া যায় তাহলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি মেলেপেট পরিষ্কার থাকেযারা গ্যাসের সমস্যায় ভুগছেন তারা যদি প্রতিদিন এই গরম দুধ খান তাহলে উপকার পাবেনতবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিনযাদের দুধে সমস্যা আছে তারা এড়িয়ে চলুন

মনযোগ বাড়ায়

একটানা ঘরে বসে কাজ করার ফলে সকলেরই নানা রকম সমস্যা আসছেবিশেষত মানসিককাজে আসছে একঘেঁয়েমিযার ফলে মস্তিষ্কেও তার প্রভাব পড়ছেনষ্ট হচ্ছে মনযোগযে কারণে মধু আর দুধ খুব উপকারীমধু মস্তিষ্কে ভালো প্রভাব ফেলে আর দুধ মস্তিষ্কের কর্মক্ষমতা ঠিক থাকেসব মিলিয়ে মনসংযোগের ঘাটতি পূরণ হয়মন মেজাজ ভালো থাকেকাজে গতি আসে

শক্তি বাড়ায়

মধু আর দুধ এমনিই প্রচুর এনার্জি দেয়কাজেই যখন দুটো একসঙ্গে মিশছে তখন যে তার ফল দ্বিগুণ হবে তা বলার অপেক্ষা থাকে নাসকালে অর্থাৎ প্রাতরাশের পর এক গ্লাস খেলে সারাদিন এনার্জি থাকবে তুঙ্গে

পেটের যেকোনও সংক্রমণে

অনেকেই আছেন যারা ক্রনিক পেটের সমস্যায় ভোগেনগ্যাস, অম্বল, পেটখারাপ অনেকের লেগেই থাকেএছাড়াও হজমের সমস্যা তো থাকেইআর মধুর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান পাকস্থলীর সংক্রমণের সঙ্গে লড়াই করে

মানসিক চাপ কমায়

গরম দুধ আর মধু একসঙ্গে খেলে তা স্নায়ুর উপর প্রভাব ফেলেফলে পেশির ক্লান্তি দূর হয়মানসিক চাপ কমেহজম ভালো হয়

চোখ ভালো থাকবে

মধুর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাংগাল যা যেকোনও রকম ইনফেকশন থেকে রক্ষা করেএছাড়াও দুধে আছে ভিটামিন ডি, আছে ল্যাকটিক অ্যাসিড, ক্যালসিয়ামফলে যখন এই দুই উপাদান মিশে যাচ্ছে তখন তা যেমন দৃষ্টিশক্তি ভালো করে তেমনই চোখের পেশির কার্যক্ষমতা বাড়ায়চোখের জন্য বেশ কিছু ওষুধেও ব্যবহার করা হয় মধু

 

 

Comments

Popular posts from this blog

পিসি চলবে এবার রকেটের গতিতে-The PC will run at rocket speed

কম্পিউটার থেকে চোখ রক্ষা করুন

আপনার WINDOWS 7 এ ওয়েবক্যাম পাচ্ছেনা সমস্যা সমাধান করে নিন খুব সহজে 1MB soft