শীতে বাচ্চাদের গায়ে কোন তেল মাখাবেন

শীতে বাচ্চাদের গায়ে কোন তেল মাখাবেন শীতের ঋতুতে আবহাওয়া বেশি শুষ্ক থাকে । এ সময় মায়েরা সদ্য বাচ্চাদের ত্বক সুন্দর রাখতে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজ লোশন ও তেল ব্যবহার করে থাকেন । অনেক মা জানেন না , কোন তেল শিশুর জন্য ভালো । বেশ কয়েকটি তেল রয়েছে , যা নবজাতকের ত্বকের জন্য উপকারী । আসুন জেনে নিই কোন তেল বাচ্চাদের ত্বকের জন্য ভালো – শীতে শিশুর জন্য সরিষার তেল খুবই উপকারী । কারণ এটি শরীর উষ্ণ রাখে এবং সর্দি - কাশিসহ বিভিন্ন রোগ - ব্যাধি থেকে দূরে রাখে । শিশুর গায়ে অলিভ অয়েলও মাখতে পারেন । অলিভ অয়েল তেল শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় । তবে শিশুর চর্মরোগ থাকলে অলিভ অয়েল ব্যবহার না করাই ভালো । অনেকে মনে করেন নারিকেল তেল শুধু চুলের যত্নে ব্যবহার করা হয় , এ ধারণ...